Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / দেশীয় প্ল্যাটফর্মে বাংলা ভাষায় ধানুশের সিনেমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশীয় প্ল্যাটফর্মে বাংলা ভাষায় ধানুশের সিনেমা

June 09, 2022 04:37:46 PM  
দেশীয় প্ল্যাটফর্মে বাংলা ভাষায় ধানুশের সিনেমা

বিনোদন ডেস্ক:
বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। এ প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা ধানুশের ‘কারনান’ সিনেমাটি। এটি বাংলায় ডাবিং করা হয়েছে। ১০ জুন ‘বিদ্রোহী’ শিরোনামে মুক্তি পাবে এটি।

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেতা ধানুশ ও রাজিশা বিজয়ন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন- লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি, যোগী বাবু, লাল, নটরাজন সুব্রামানিয়াম, জি. এম. কুমার প্রমুখ।

এটি পরিচালনা করেছেন মারি সেলভারাজ। বঙ্গর হেড অব লাইসেন্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্যারোলিন হপনার বলেন, ‘রজনীকান্তের ব্লকবাস্টার অ্যাকশন ফিল্ম কাবালির পর, আমরা এখন ধানুশের ব্লকবাস্টার ‘কারনান-বিদ্রোহী’ রিলিজ করছি। চলচ্চিত্রটির টাইটেল ‘বিদ্রোহী’ হিসেবে অনূদিত হয়েছে। গ্রামের প্রতিবাদী এক তরুণের জীবনের গল্প, স্বপ্ন ভঙ্গ ও প্রতিদিনের সংঘাত দেখানো হয়েছে। তার প্রেমের পরিণয়-সংগ্রাম ও সহিংসতার রূঢ় বাস্তবা দেখতে সিনেমাটি দেখুন।’

দর্শকদের জন্য বঙ্গ চলতি বছরে আরো ব্লকবাস্টার সিনেমা মুক্তির পরিকল্পনা করেছে, যা প্রতি মাসে মুক্তি পাবে। এসব সিনেমা উপভোগ করতে বঙ্গর সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন হপনার। বঙ্গতে যুক্ত হতে চাইলে, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে ভিজিট করুন: www.bongobd.com