Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবাহী ট্রাক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবাহী ট্রাক

March 13, 2024 09:42:42 AM   নিজস্ব প্রতিনিধি
প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবাহী ট্রাক

রাজধানীর বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে বালুবাহী ট্রাক। এতে দুমড়ে মুছড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় সরণির সিগনাল পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ওপর বালুবাহী ট্রাক উল্টে পড়ে। এতে প্রাইভেটকারের ভেতরে আটকা পড়েন চালক। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।


পুলিশ জানিয়েছে, সোহেল রানাকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।