Date: May 21, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে বাখরাবাদ গ্যাসের গ্রাহক ভোগান্তির চরমে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে বাখরাবাদ গ্যাসের গ্রাহক ভোগান্তির চরমে

May 20, 2025 07:20:53 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে বাখরাবাদ গ্যাসের গ্রাহক ভোগান্তির চরমে

ফেনী শহরতলির আলোকদিয়া, সহদেবপুর, বিরিঞ্চি, সোনাপুর এবং ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া এলাকার শত শত পরিবার এক দশকেরও বেশি সময় ধরে গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও গ্যাস না পেয়ে নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছেন। তবুও প্রতিমাসে নিয়মিত গ্যাস বিল দিতে বাধ্য হচ্ছেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের বাড়িতে রাইজার ও গ্যাস পাইপ স্থাপন করা হলেও কোনোদিন গ্যাস পাননি। এর ফলে তাদের রান্নার জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হচ্ছে, যা অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি করছে। কেউ কেউ নিরুপায় হয়ে মাটির চুলায় রান্না করছেন, যা একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে অমানবিক বলেই মনে করছেন তারা।

ফেনী পৌরসভার কামাল হাজারী রোড বাই লেন, বায়তুল খায়ের জামে মসজিদ রোড এবং শিবলু সড়ক এলাকাবাসীর অভিযোগ, সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ একেবারেই থাকে না। এতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।

পঞ্চায়েত কমিটির সভাপতি নুর আহম্মদ বলেন, “দীর্ঘদিন ধরে আমরা গ্যাস সংকটে ভুগছি। গ্যাসের দুঃসহ অভাবে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের কাছে আমাদের প্রত্যাশা—এই সংকটের স্থায়ী সমাধান।”

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, “আমাদের দাবি একটাই -বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ যেন দ্রুত গ্যাস লাইন সংস্কার করে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করে।”

বায়তুল খায়ের জামে মসজিদ কমিটির সেক্রেটারি কলিম উল্যাহ বলেন, “মাসে মাসে গ্যাস বিল দিচ্ছি, অথচ রান্না করছি সিলিন্ডারে। এটি আমাদের সঙ্গে অমানবিক আচরণ ছাড়া আর কিছুই নয়।”

মজুমদার ভিলার মালিক আবুল কালাম বলেন, “একটি নাগরিক সুবিধা থেকেও আমরা বঞ্চিত। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”

অপরাজিতা ভবনের মালিক মো. এমরান ভূঞা অভিযোগ করে বলেন, “কদলগাজী রোড, ডাক্তারপাড়া, বনানী পাড়াতে সবসময় গ্যাস থাকে। অথচ আমাদের এলাকায় দিনের বেলা কোনো গ্যাস থাকে না। এই বৈষম্য মেনে নেওয়া যায় না।”

স্থানীয়দের দাবি, বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে তারা বিকল্প হিসেবে প্রিপেইড মিটার ব্যবস্থার দাবিও তুলেছেন।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মনোজ কুমার গাইন জানান, “বর্তমানে পাইপলাইনে চাহিদার তুলনায় গ্যাসের জোগান কম হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিচ্ছে।”

ভুক্তভোগীরা আশাবাদী, দ্রুতই তাদের দাবি বাস্তবায়ন হবে- নয়তো আন্দোলনের পথেই হাঁটতে হবে।