
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাবা ফালান উল্লাহ নুরউদ্দিন জানান, তার ছেলে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে মিশে সে নেশায় জড়িয়ে পড়ে। পরিবার তাকে মাদকমুক্ত করতে নানা প্রচেষ্টা চালায়। এমনকি তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয় এবং তাবলিগ জামাতের ৪০ দিনের চিল্লায়ও পাঠানো হয়। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়।
ফালান উল্লাহ বলেন, “নাজমুল প্রায়ই আমার কাছে নেশার টাকার জন্য চাপ দিত। না দিলে সে ভাড়াটিয়াদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখাত।” সম্প্রতি সে জমি বিক্রি করে টাকা দিতে বলে। তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, এমন ঘটনায় তিনি চরম ভীত ও অসহায় হয়ে পড়েছেন। ইতোমধ্যে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং ছেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাজমুলকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।