
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীকে খেলার ছলে এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার রাতের দিকে পুলিশ নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শিশু শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফকিরহাট মডেল থানার একটি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে- খেলার সময় কথাকাটাকাটির জেরে গলায় গামছা পেঁচিয়ে ওই ছাত্রকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো যাচ্ছে না।
এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।