Date: May 21, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করাসহ ৭ দফা দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করাসহ ৭ দফা দাবি

May 20, 2025 07:22:35 PM   উপজেলা প্রতিনিধি
রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করাসহ ৭ দফা দাবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে রংপুর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে মীরবাগ সচেতন নাগরিক ফোরাম।

সোমবার (১৯ মে) দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া মামুন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল হাশিম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নুসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়ক বিশেষ করে কাউনিয়া অংশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শুধু চলতি মাসেই (মে) একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে—১১ মে মীরবাগ বুড়াইল ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, ১৩ মে বেইলি ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত, ১৫ ও ১৭ মে একই এলাকায় পুনরায় একাধিক ব্যক্তি আহত হন।

এছাড়া ২০২৫ সালের ২৯ জানুয়ারি কাউনিয়া বাসস্ট্যান্ডের অদূরে মাহিন্দ্রা দুর্ঘটনায় একজন নিহত ও চালক আহত হন। অতীতেও ২০২২ ও ২০২৪ সালে এই রোডে একাধিক ভয়াবহ দুর্ঘটনার নজির রয়েছে।

দাবি করা হয়, সরু ও ঝুঁকিপূর্ণ সড়ক, যানবাহনের অতিরিক্ত চাপ ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে রাস্তাটি যেন 'মৃত্যুফাঁদে' পরিণত হয়েছে।

সচেতন নাগরিক ফোরামের সাত দফা দাবিগুলো হলো- ১. রাস্তার পাশের জায়গা (সোল্ডার) পরিষ্কার ও ব্যবহারযোগ্য করা। ২. মোড়গুলোতে দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বাড়ানো। ৩. মহাসড়কে কাকড়া চলাচল নিষিদ্ধ করা। ৪. নেসবিহীন, অতিরিক্ত গতি ও ওভারলোড গাড়ি চালালে চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া। ৫. সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ। ৬. ব্যাটারিচালিত অটো বা থ্রি-হুইলারের জন্য আলাদা সড়ক নির্মাণ। ৭. রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা।

স্মারকলিপিতে ফোরাম নেতৃবৃন্দ জানান, দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই তারা সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।