
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সংগঠন "অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস (এডামস)"-এর বার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নূর-এ-মণ্ডলা (আইডি: ২২৩১৭০২৬) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মুসফিকুর রহমান মুগ্ধ (আইডি: ১২০১৭০০৭)।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. রাকিবুল ইসলাম, মো. মোরশেদুল ইসলাম মৃদুল; সাংগঠনিক সম্পাদক: মো. আরাফাত ইনজামাম (আবির); সাংস্কৃতিক সম্পাদক: তাসফিয়া আহম্মেদ (শ্রেয়সী); ক্রীড়া সম্পাদক: আল শাহরিয়ার খান; সাহিত্য ও গবেষণা সম্পাদক: মাসফিকুল হাসান; কর্ম ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক: মো. মাহমুদুল হাসান সোহেল
নির্বাহী সদস্য: সায়েদা আক্তার শিখা, সাদেকুল ইসলাম, মো. রহিদুজ্জামান (আকাশ), মো. দেলোয়ার হোসেন (সুজন), মো. নূরসানি ইসলাম।
নির্বাচন কমিশনের প্রধান, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রকিব নতুন কমিটির অনুমোদন দেন এবং তাদের সফলতা কামনা করেন।
বিভাগীয় প্রধান ড. মো. এমদাদুল হক বলেন, "আমরা চাই এই কমিটি কেবল নামেই নয়, কাজেও এগিয়ে থাকুক। খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।"
নবনির্বাচিত সহ-সভাপতি নূর-এ-মণ্ডলা বলেন, "আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করবো। সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবো।"
সাধারণ সম্পাদক মো. মুসফিকুর রহমান মুগ্ধ বলেন, "এই সংগঠনকে কার্যকর রাখতে এবং শিক্ষার্থীদের স্বার্থে নিরলসভাবে কাজ করবো। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে চাই।"
এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ ও নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের আশা, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম হবে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব।