
বাংলা ও ফারসি সাহিত্যের দুই কিংবদন্তি কবি কাজী নজরুল ইসলাম ও হাফিজ সিরাজি। একজন বাংলাদেশের জাতীয় কবি, অন্যজন ফারসি সাহিত্যের প্রখ্যাত গজলকার। তাদের সাহিত্যকর্মে ফুটে ওঠা মানবতার আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে "নজরুল ও হাফিজের সাহিত্যে মানবতা" শীর্ষক এই সেমিনারটি আয়োজন করে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, "যারা যুগান্তকারী সাহিত্যিক, তাদের সৃষ্টি যুগের সীমানা ছাড়িয়ে ইতিহাসে স্থান করে নেয়। নজরুল ও হাফিজ তেমনই দুই মহান কবি। তাদের সাহিত্যে মানবতার গান গাওয়া হয়েছে, যা আজও বিশ্বব্যাপী সমাদৃত। নজরুল তার লেখায় যেমন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তেমনি হাফিজের গজলে প্রতিফলিত হয়েছে মনের গভীর অনুভব।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভসি। তিনি বলেন, "মানুষের মর্যাদা ও মানবতার জয়গান হাফিজ ও নজরুলের সাহিত্যকর্মের মূলভিত্তি। তাদের কাব্যকর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথে ধাবিত করে, যা আজও সময়ের চাহিদা পূরণ করে।"
সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) মাইন উদ্দীন, কলা অনুষদের সাবেক ডিন ড. বেলাল হোসেন, এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ইসমাঈল সাদেঘি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শফিউল্লাহ।
এছাড়াও সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।