
যশোরের বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় বিজিবি’র বেনাপোল আইসিপি’র বিপরীতে ভারতের পেট্রাপোল আইসিপি’র সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।
সভায় বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী, পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশ নেয়। বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক ও অন্যান্য স্টাফ অফিসারসহ ৫ সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।