Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বসত বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বসত বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১

September 25, 2023 11:59:13 PM   জেলা প্রতিনিধি
বসত বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও সদর উপজেলা শুখান পুখুরী ইউনিয়নে বসত বাড়ীর সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের ১ জন গুরুত্ব আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায়  মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিকে লাউথুতি হারিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হলেন অশ্বিনী দেব নার্থ (৪০)

স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই গ্রামের অশ্বিনী দেব নার্থ তার নিজ জমি বাড়ীর রাস্তায় গাছ পরিস্কার করছিলেন। এ সময় প্রতিপক্ষের চন্দন দেব নার্থ(৩৫) কামিনি দেব নার্থ (৪০) প্রতিমা রানি রায়, ও গং ধারালো দা ছুরি লাঠি সোটায় সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে এতে বাধা দিলে প্রতিপক্ষের হামলায়  এক জন গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে স্থানীয় লোকজন  উদ্ধার করে চিকিৎসার জন্য  ঠাকুরগাঁও  ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে  পাঠায়। অশ্বিনী দেব নার্থে অবস্থা গুরুতর সে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে।

এ ব্যাপারে আহতদের পক্ষ থেকে ঠাকুরগাঁও জজকোর্ট মামলার প্রস্তুতি চলছে। এবং থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার খবর পাওয়া গেছে।