
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাত ও মারধরে সাভার, বাগেরহাট ও হবিগঞ্জের বাহুবলে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের টুটুল হাওলদার, সাভারের হাসান ও বাহুবলের আব্দুস সহিদ। গত শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে এসব ঘটনা ঘটে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ শেষে তর্ক-বিতর্কের জের ধরে টুটুলকে ছুরিকাঘাত করে বাবুল হাওলাদার নামে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। অভিযুক্ত বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এদিকে সাভার পৌর এলাকার ডগরমোড়ায় শুক্রবার দিবাগত রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় বাক-বিতন্ডায় ছুরিকাঘাতে স্থানীয় আর্জের্ন্টিনার এক সমর্থক নিহত হয়েছে। নিহতের নাম মো. হাসান মিয়া (২৬)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ছিদ্দিক মিয়ার ছেলে। গতকাল সকালে এর সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার (এসআই) সুদীপ কুমার গোপ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ডগরমোড়া এলাকার সাভার উদয়ন একাডেমি এবং হানাডা স্কুলার্স স্কুল সংলগ্ন শফিকের চা দোকানে কাতার বিশ্বকাপ-২০২২ শুরু হওয়ার পর থেকে দোকানের ভেতর বড় পর্দায় খেলা দেখেন দোকানের কাষ্টমার, স্থানীয় ও পথচারীরা। শুক্রবার দিবাগত রাত ৯টার সময় এরই ধারাবাহিকতায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা শুরু হলে সবাই খেলা দেখা শুরু করেন। এক পর্যায়ে ব্রাজিল যখন প্রথম গোল করেন ব্রাজিল সমর্থকরা উল্লাস করতে থাকেন। এরই মধ্যে ক্রোয়েশিয়া গোল দিলে খেলায় সমতা ফিরে আসে। পরবর্তীতে টাইব্রেকারে যখন ব্রাজিল হারে তখন আর্জেন্টিনা সমর্থক হাসান মিয়া ব্রাজিল সমর্থকদের তিরস্কার করলে ব্রাজিল সমর্থক কয়েকজন কিশোর আর্জেন্টিনা সমর্থক হাসান মিয়ার সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। রাত ১২টার সময় একপর্যায়ে ব্রাজিল সমর্থক কিশোর গ্রুপটি হাসান মিয়াকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কিশোর গ্রুপটি তখন পালিয়ে যায়। ছুরিকাঘাত হওয়া হাসান মিয়াকে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১ জন কে আটক করা হয়েছে।
অপরদিকে হবিগঞ্জের বাহুবলে ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহ মো. আব্দুস সহিদ (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের পিতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে। নিহত শাহ মো. আব্দুস সহিদ উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত শাহ দেওয়ান আলীর পুত্র। জানা যায়, শুক্রবার রাতে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে। মিছিল চলাকালীন সময়ে নিহত শাহ মো. আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মো. রোকন মিয়ার সাথে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে শাহ মো. আব্দুস সহিদকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে মারাত্মক আহত হন শাহ মো. আব্দুস সহিদ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মৃত্যবরণ করেন। ঘটনার সাথে জড়িতের গ্রেফতারে অভিযান চলছে।