
স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনারগাঁ উপজেলার নোয়াগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান কে জাতীয় পার্টি থেকে বহিষ্কারের তথ্য পাওয়া গেছে। সংগঠন কে মাদক মুক্ত এবং ক্লিন রাখার জন্য এই উদ্দ্যোগ কে সাধুবাদ জানাচ্ছে জাতীয় পার্টির নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি এর নির্দেশেক্রমে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, মাদক ব্যবসায় সহযোগিতা ও জাতীয় পার্টির সাংগঠনিক কর্মসূচী বিরোধী কার্যকালাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলার নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য জাতীয় পার্টির নোয়াগাঁ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মেম্বার কে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার নিশ্চত করেছেন তাতে স্বাক্ষর করে প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন জেলা সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল। উল্লেখ্য নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাওয়া মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য জাতীয় পার্টিতে কোন প্রকার মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে বদ্ধ পরিকর নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। তিনি বলেন, আমরা জাতীয় পার্টি মাদকের বিরুদ্ধে ছিলাম আছি ইনশাআল্লাহ থাকবো আর যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত তারা জাতীয় পার্টির কেউ না। যদি আমার কাছে সঠিক তথ্য প্রমাণ আসে তবে কোন ছাড় দেওয়া হবে না।