নিজস্ব প্রতিনিধি:
‘উন্নত জাতি গঠনে ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘রুফায়দাহ পন্নী সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪’। শুক্রবার (৩১ মে ২০২৪) সকালে রাজধানীর আফতাব নগরে এ সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা স্পোর্টস ইউনিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী। তিনি তার বক্তব্যে বলেন, আজকে হেযবুত তওহীদ মানবজাতিকে ঐক্যবদ্ধ ও নবজাগরণ ঘটাতে কাজ করছে। নারী জাগরণের জন্য চেষ্টা করে যাচ্ছে। ইসলামের সুমহান আদর্শে সমাজ প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা রাখার যে একটা স্থান আছে সেটা হেযবুত তওহীদ মানুষের কাছে তুলে ধরছে।
উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিশ্বাস করি নারীদের মধ্য থেকে সমস্ত জড়তা, অন্ধত্ব দূর করে জাগরণ সৃষ্টিতে কাজ করে যাবেন এবং অন্য নারীদেরকেও সত্যের আহ্বান জানাবেন। শুধু আদর্শ শিক্ষা দিলেই হয় না, সেই আদর্শকে ধারন করতে হয় এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনেই সেই আদর্শের প্রতিফলন ঘটাতে হয়। তাহলেই মানুষ সেই আদর্শের প্রতি আকৃষ্ট হয় এবং সেটাকে আলীঙ্গন করে নেয়।
এ সময় সমাজ পরির্বনে, জাতি গঠনে, খেলাধুলায় ইত্যাদিতে নারীদেরকে অবদান রাখার আহ্বান জানিয়ে নারীদের অবস্থানকে শক্ত করা, ধর্মের দোহাই দিয়ে নারীদের বাক্সবন্দী না করতে পারে সে ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকার এক ঝাঁক তরুণী এই সাইক্লিং প্রতিযোগতায় অংশ নেয়। তিন কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন উত্তরার তানজিলা তানিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেন গুলশানের নাজমুন নাহার বিথি। তৃতীয় হন সাভার থেকে আগত প্রতিযোগী নিশাত। চতুর্থ হন গুলশানের সুমাইয়া। পঞ্চম হন তেজগাঁওয়ের ফারজিয়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুফায়দাহ পন্নী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্পোর্টস ইউনিয়নের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামসুল হুদা, হেযবুত তওহীদের ঢাকা উত্তরের সভাপতি আল আমিন সবুজ, দক্ষিনের সভাপতি তসলিম উদ্দিন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানি, হেযবুত তওহীদের যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দীকা, তেজগাঁও তাজ স্পোর্টস এর সভাপতি আলহাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ঢাকা স্পোর্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক তাহের মারুফ।