Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / আসামের লংকার সাঁওতাল সম্প্রদায়ের প্রথম চিকিৎসক মার্টিনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আসামের লংকার সাঁওতাল সম্প্রদায়ের প্রথম চিকিৎসক মার্টিনা

May 15, 2025 08:02:56 PM   অনলাইন ডেস্ক
আসামের লংকার সাঁওতাল সম্প্রদায়ের প্রথম চিকিৎসক মার্টিনা

আসাম, ভারত: আসামের লংকা শহর সংলগ্ন এজারবাড়ি গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের প্রথম চিকিৎসক হিসেবে পরিচিতি পেলেন মার্টিনা টুডু। সম্প্রতি তিনি তেজপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন, যা এই অঞ্চলের জন্য এক উল্লেখযোগ্য অর্জন।

ডা. মার্টিনা টুডু সাঁওতাল সম্প্রদায়ের প্রথম মহিলা, যিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন। তাঁর এই সাফল্যে সমগ্র অঞ্চলে আনন্দের জোয়ার বইছে।

আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা এবং শিক্ষামন্ত্রী রণোজ পেগু তাঁর এই কৃতিত্বের প্রশংসা করেছেন।