Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

November 30, 2022 12:41:11 AM   স্টাফ রিপোর্টার
রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে সুমন রায় (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সুমনের সহকর্মী আলম হোসেন জানান, তারা রামপুরা বউবাজার কুঞ্জলতা কনস্ট্রাকশনে কাজ করছিলেন। সুমন রডমিস্ত্রির কাজ করতেন। সকাল থেকে তিনি ভবনের ছয়তলার উপরে ছাদ ঢালাইয়ের জন্য সাটারিংয়ের কাজ করছিলেন। হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শ্রমিককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃতের গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।