
দেলোয়ার হোসেন দুলাল:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুর উদ্দিন ভাট শিপলু ভাট তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। গত ২৮ এপ্রিল রবিবার নেতৃবৃন্দের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে শিপলু ভাট দাখিলকৃত মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানান তিনি। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষ ও নেতাকর্মীরা যে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় আমি অভিভূত। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী হয়ে রইলাম। ভবিষ্যতে জনগণের মতামতের ভিত্তিতে যোগ্যতার আসনে বসবেন বলেও উল্লেখ করেন তিনি।