
আসামের কাছাড় জেলার শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্কর সামাজিক মাধ্যমে 'ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ' লিখে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশসহ ৮টি দেশের পতাকা সংযুক্ত করে পোস্ট দেওয়ায় আটক হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুংগুর পুলিশ ফাঁড়ির অধীন দুর্গাপল্লীতে বসবাসকারী নাসিম লস্করের এই পোস্ট দেখে সন্তোষ নুনিয়া নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ মে) ঘুংগুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নাসিম লস্করকে আটক করে।
এ ঘটনায় স্থানীয়রা আসাম মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার কাছে নাসিম লস্করের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।