
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেপির বাড়ি এলাকার সুমনের পরিত্যক্ত একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে টেপির বাড়ি এলাকায ওই পুকুরে পরিচয়হীন এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমির হোসেন, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান, পুলিশ পরিদর্শক( তদন্ত) ইমতিয়াজ মাহফুজ সহ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, স্থানীয় কেউ মরদেহ শনাক্ত করতে পারেনি।এখন পর্যন্ত কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।