
আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের আদানি গ্রুপ। ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে এনেছে তারা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, আদানি গ্রুপ বাংলাদেশকে বকেয়া পরিশোধের জন্য এই সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের দাবি, বাংলাদেশ থেকে ৮৫০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে, যা প্রায় ১০ হাজার কোটি টাকার সমান।
প্রথমে আদানি গ্রুপ ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) বকেয়া পরিশোধের সময়সীমা দিয়েছিল এবং ১৭০ মিলিয়ন ডলারের লেটার অব ক্রেডিট (এলসি) দাবি করেছিল। পিডিবি কৃষি ব্যাংকের মাধ্যমে এলসি ইস্যু করলেও এটি চুক্তি অনুযায়ী ছিল না বলে উল্লেখ করা হয়। ডলার সংকটকে এর পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয়েছে।
এরপর ৩১ অক্টোবর থেকে আদানি গ্রুপ ঝাড়খণ্ডের গড্ডার বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে ৭২৪ মেগাওয়াটে নিয়ে আসে। এতে বাংলাদেশে লোডশেডিং বেড়েছে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারীদের মধ্যে আদানি গ্রুপ সবচেয়ে বড়। এরপর যথাক্রমে পায়রা (১,২৪৪ মেগাওয়াট), রামপাল (১,২৩৪ মেগাওয়াট) এবং এসএস পাওয়ার (১,২২৪ মেগাওয়াট) বিদ্যুৎ সরবরাহ করে।