
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
আবারও শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল। এর আগে তিনি রংপুর রেঞ্জের ৬১টি থানার মধ্যে শ্রেষ্ট হয়েছেন। একজন দক্ষ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে তিনি অর্জন করেছেন আইজিপি ব্যাচ এবং কালীগঞ্জে যোগদানের পর এ নিয়ে জেলার নবম বারের মতো নির্বাচিত হলেন জেলার শ্রেষ্ঠ ওসি। সোমবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
জানা যায়, মাদক উদ্ধার, লিস্টেট মাদক ব্যবসায়ী গ্রেফতার, হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলার মূল আসামীকে গ্রেফতার, অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ভিকটিম উদ্ধার, আলোচিত ক্লু-লেস হত্যাকাণ্ডের মূল আসামীকে গ্রেপ্তার ও জনকল্যাণমুখী কাজ, জনসন্তুষ্টি অর্জনসহ সার্বিক কর্ম মূল্যায়নে সর্বোচ্চ কাজ করায় ৯ বারের মত জেলার শ্রেষ্ট ওসি হিসেবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুলের নাম ঘোষণা করেন।
পরে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম এর কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ওসি এটিএম গোলাম রসুল। এছাড়া সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন কালীগঞ্জ থানার এসআই আবু বকর সিদ্দিক এবং এএসআই সেলিম। এ সময় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামসহ জেলার সকল থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ক্রেস্ট প্রদান শেষে ডিআইজি অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং কালীগঞ্জ থানার ওসির মাধ্যমে কালীগঞ্জের ১৫ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এই ১৫ জন অসহায় মানুষের কালীগঞ্জ থেকে লালমনিরহাট যাতায়াত খরচও প্রদান করেন ওসি।
নবম বারের মতো শ্রেষ্ঠ হওয়ায় উর্ধ্বতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।