
জাবি প্রতিনিধি:
ফোরাম অফ অন্ট্রোপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (এফইবি-জেইউ) এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোজাম্মেল হক তানভীর।
রবিবার (১৮ মে) রাতে সংগঠনটির নিজস্ব ফেসবুক পেইজে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাওয়াদ হোসনে ও আবরার হক বিন সাজেদ। যুগ্ম সম্পাদক হয়েছেন জাহরা সেজিন ও হাসিবুল আলম রিফাত। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ফাবিয়া আক্তার তমা, সহ-কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস সাঈদা ও তাসনিম বাশার যারিন।
এছাড়া, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন নাহিদ-উজ-জামান, ডেপুটি হেড অব অ্যাডমিনিস্ট্রেশন আমান উল্লাহ, হেড অব অপারেশনস কামরুল হক এলমি, ডেপুটি হেড অব অপারেশনস জুনায়েদ আল হাবিব, হেড অব কমিউনিকেশনস আহনাফ মালিহা, ডেপুটি হেড অব কমিউনিকেশনস তানজিলা আক্তার, হেড অব প্রমোশন শাহরিন আলম শাহলা, ডেপুটি হেড অব প্রমোশন নাজিবা তাহসিন খান, হেড অব পাবলিকেশন নিলাঞ্জন দাস, ডেপুটি হেড অব পাবলিকেশন আশরাফি আহমেদ, হেড অব রিসার্চ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ডেপুটি হেড অব রিসার্চ ইউশী খান, হেড অব লার্নিং ফারহান মুকসিত স্নিগ্ধ, ডেপুটি হেড অব লার্নিং কামরুন নাহার।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও আছেন মরিয়ম খাতুন মালা, রেজওয়ান আহমেদ, রুহানীয়া ইসলাম নাজাত, তাসনিম তাবাসসুম, পরমা জয়তি আনাম, হুমায়রা আনিস, ইফতেখার আনোয়ার চৌধুরী, খোরশেদুর রহমান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “নবম কার্যনির্বাহী কমিটি ক্লাবটিকে এমন একটি কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র উদ্যোক্তা হওয়ার প্রেরণা পাবেন না, একই সাথে নিজেদের ভবিষ্যতের জন্য বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগও পাবেন।
সেই পরিপ্রেক্ষিতেই, নবম কমিটির পরিকল্পনায় রয়েছে এমন কিছু কার্যক্রম, যা শিক্ষার্থীদের বাস্তব কর্পোরেট চ্যালেঞ্জের মুখোমুখি হতে উদ্বুদ্ধ করবে এবং সমস্যা সমাধানের মাধ্যমে তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান ও দক্ষতা উন্নত করবে। কারণ কর্পোরেট জগতে সফল হতে হলে শুধু পাঠ্যপুস্তক নয়, দরকার বাস্তব পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতিও।”