
কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া থানার আয়োজনে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে থানা চত্বরে কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডলের সঞ্চালনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, অনলাইন প্রেসক্লাব কাউনিয়া সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুদ হিমেল প্রমুখ।
বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।
ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মাদকবিরোধী, নারীনির্যাতন, বাল্যবিয়ে, চাঁদবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।