
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুয়াগ্রাম ইউনিয়নে ডুমুরিয়া গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে দুই নারী সহ ৫ জন আহত হয়েছে।
শনিবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে। সরজমিনে জানা যায়, অটো মেশিনে ধান মাড়াইর বেরনে চিটা মিশ্রিত ধান দেওয়ায় এলাকার উজির আলী সিকদারের ছেলে মেশিন মালিক সাদ্দাম সিকদার (২৫) এর সাথে প্রতিবেশী ধান মালিক ছলেমান শেখের পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাদ্দাম সিকদার তার স্ত্রী নাসরিন বেগম (২২), ছলেমান শেখ (৫৫) তার স্ত্রী ফরিদা বেগম (৫০) এবং ছেলে আরিফ শেখ (২৪) সহ ৫ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।
সাদ্দাম সিকদার সাংবাদিকদের বলেন- ছলেমান চিটা মেশানো বেরনের ধান দিয়েছিলো, এর প্রতিবাদ করে ধান আনতে গেলে তারা আমার স্ত্রীকে বেধড়ক মারপিঠ করে, শোর চিৎকারে আমি ঠেকাতে গেলে তার ছেলে আরিফ, তরিকুল, স্ত্রী ফরিদা, মেয়ে নাছি খানম সহ কয়েকজন আমাদের উভয়কেই দুই দফায় মারপিঠ করে, আমি এ ঘটনার বিচরের দাবি জানাই।
ছলেমান শেখ জানান- ধান মলন নিয়ে বিবাদ, আজকে চিটা মিশানো ধান দেই নাই, কয়েকদিন আগে দিয়েছিলাম, সাদ্দাম আমার স্ত্রীকে আঘাত করে নাই।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই কাজল দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে তদন্ত চলমান।