Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / কুড়িগ্রামে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার

January 18, 2025 11:29:16 AM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা বিপুল চন্দ্র সেন শুভ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ জানুয়ারী) রাত ৯টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপুল চন্দ্র সেন শুভ ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের অধীর চন্দ্র সেনের ছেলে। 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বিপুল চন্দ্র সেন শুভ দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখানো হয়। আগামীকাল শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।