Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / খেলনা পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের থেকে টাকা ছিনতাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খেলনা পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের থেকে টাকা ছিনতাই

December 13, 2023 04:49:37 PM   জেলা প্রতিনিধি
খেলনা পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের থেকে টাকা ছিনতাই

আশিকুর রহমান:
খেলনা পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই ঘটনার পরপরই কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকালে ছিনতাই কাজে ব্যবহৃত মাইকক্রোবাস, একটি খেলনা পিস্তল এবং নগদ ২লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো-টাঙ্গাইলের মধুপুর থানার জটাবাড়ি গ্রামের আজহার আলীর ছেলে মমিনুল ইসলাম(২৩) ও একই থানার আব্দুল হামিদের ছেলে রেজাউল করিম(২৩)। 

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ সাব্বির রহমান জানান, মঙ্গলবার দুপুরে বিকাশের এজেন্ট টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মাইক্রোবাসযোগে এসে খেলনা পিস্তল ঠেকিয়ে ওই এজেন্টের কাছে থাকা টাকা ছিনতাই করে নেয়। ছিনতাইয়ের বিষয়ে থানা পুলিশ অবগত হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি (তদন্ত) সাব্বির রহমান।