Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের পথসভা ও র‍্যালি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের পথসভা ও র‍্যালি

May 17, 2025 06:43:43 PM   অনলাইন ডেস্ক
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হেযবুত তওহীদের পথসভা ও র‍্যালি

আশিকুর রহমান:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য পথসভা, র‍্যালি ও সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে শহরের গোডাউন রোড এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন আনন্দ। তিনি বলেন, “গাজায় ফিলিস্তিনিদের ওপর যে নির্মম গণহত্যা চলছে, তা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায়। মুসলিম জাতিকে এই নির্যাতন থেকে মুক্তি পেতে হলে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এই কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। দলাদলি, ফেরকা ও বিভেদ ভুলে কেবল আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ করতে হবে। কোরআন ও রাসূল (সা.)-এর দেখানো পথে ফিরে আসতে হবে। আল্লাহ ছাড়া কারও দেওয়া হুকুম মানা যাবে না। এক নেতার নেতৃত্ব মেনে চলতে হবে, আর আল্লাহর পক্ষ থেকে সেই মনোনীত নেতা হলেন হেযবুত তওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।”

পথসভায় আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি জামাল হোসেন সোহাগ, সদর উপজেলা সভাপতি আরমান হোসেন শাকিল, রামগঞ্জ উপজেলা সভাপতি আঃ মোত্তালিব লাতু ভূঁইয়া, কমলনগর উপজেলা সভাপতি আব্দুল বাতেন প্রমুখ।

পথসভা শেষে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে মুসলিম জাতির করণীয় বিষয়ে জনসচেতনতামূলক হ্যান্ডবিল উপস্থিত জনতা ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়।