
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত মরহুম তমিজ উদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৯ সেপ্টেম্বর ) দুপুরে এলিভেন ব্রাদার্স হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা জাসদের সহ-সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত ময়নার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কোকন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতোয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা জাসদের যুগ্ম সম্পাদক কেএম উবায়দুল ইসলাম, মরহুম তমিজ উদ্দিনের সহধর্মিনী রেহেনা আক্তার, ঘিওর এলিভেন ব্রাদার্সের সভাপতি গোপাল চন্দ্র শীল, জেলা জাসদের সদস্য মোঃ আবুল হাসেম, উপজেলা যুবজোটের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবু প্রমুখ।
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম তমিজ উদ্দিনের জীবনাদর্শ নিয়ে আলোচনা করা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।