
নোয়াখালী প্রতিনিধি:
শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব করেছেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, আমরা শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রস্তাব তুলে ধরেছি বর্তমান সরকারের কাছে। সংবাদ সম্মেলন করে গণমাধ্যমেও সেটা তুলে ধরেছি।
“শিক্ষাব্যবস্থা নিয়ে আমাদের প্রস্তাবগুলো বাস্তবভিত্তিক ও আধুনিক সমাজের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করছি। সরকার এই প্রস্তাবনা গ্রহণ করলে, দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূর্ণরূপে প্রতিফলিত হবে।”
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নোয়াখালী সোনাইমুড়ীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকালে বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে, কুচকাওয়াজ ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এম. রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পৃষ্ঠপোষক অনুষ্ঠানের প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম স্কুল প্রতিষ্ঠার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমাদের গ্রামটি নানা দিক থেকে পিছিয়ে ছিল, উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। বিশেষ করে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে গ্রামের মানুষ মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত ছিল। শিক্ষাখাত এখন অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া শিক্ষা নিয়ে সব জায়গায় চলছে বাণিজ্য। কিন্তু বর্তমানে উন্নত শিক্ষা ছাড়া কোনো এলাকার বা সমাজের উন্নয়ন সম্ভব নয়। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে একই সাথে ধর্মীয় নৈতিকতার শিক্ষার পাশাপাশি উন্নত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা দেওয়া যাবে। এজন্য আমরা এই গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি।
তিনি আরও বলেন, উন্নত জাতি গঠনে উন্নত শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমানে আমাদের দেশে যে শিক্ষাব্যবস্থা চলছে এটি যুগোপযোগী নয়, এটি ব্রিটিশ প্রবর্তিত ঔপনিবেশিক যুগের শিক্ষাব্যবস্থা। এই ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন। সরকারের নিকরট আমাদের প্রস্তাবিত ব্যবস্থার বাস্তব রূপ জাতির সামনে তুলে ধরার জন্য এই প্রতিষ্ঠান একটি পাইলট প্রোজেক্ট। আমরা এই বিদ্যালয়ের মাধ্যমে সৎ, যোগ্য বিশ্বনাগরিক গড়ে তুলব ইনশাল্লাহ। এসময় তিনি এই কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।