
আশিকুর রহমান :
পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী মিনহাজকে গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। রবিবার ঢাকার মুগদা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার দক্ষিণ বাসুদেব গ্রামের মোঃ মমতাজ আলীর ছেলে মোঃ মিনহাজ আলী (৪৫)। হত্যার শিকার রাছুমা খাতুন(৪২) আসামী মিনহাজ আলীর স্ত্রী। তারা গাজীপুর মহানগরের সদর থানাধীন পূর্ব ভুরুলিয়া এলাকায় পারভীনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
এর আগে, গত ৬ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে গলায় রশি পেচিয়ে স্ত্রী রাছুমা খাতুনকে হত্যার পর বাসার সেফটিক ট্যাংকির ভিতর ফেলে রাখে স্বামী। হত্যাকান্ডের দু'দিন পর ৮ ডিসেম্বর গাজীপুর মহানগরের সদর থানাধীন পূর্ব ভুরুলিয়া এলাকার তাদের ভাড়াকৃত বাসার সেফটিক ট্যাংকির ভিতর থেকে রাছুমার মৃতদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় মৃতের পিতা মোঃ গোলাম রছুল গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তার স্বামী মিনহাজ আলীকে গ্রেফতার করে। রবিবার সকালে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নিহত রাছুমা খাতুন পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। তিনি ডিবিএল নামক একটি গার্মেন্টসে চাকরি করতেন।
গ্রেফতারের পর আসামী মিনহাজ আলী র্যাবকে জানায়, হত্যার দিন রাতে নিহত রাছুমার সাথে টিভি দেখা নিয়ে তার ঝগড়া হয়। রাতে রাছুমা ঘুমিয়ে পড়লে সে তার স্ত্রীর গলায় রশি পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পর সে মৃহদেহ বাসার সেফটিক ট্যাংকির ভিতর ফেলে দেয়। এ ঝগড়াকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় সে গলায় রশি পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর বাসার সেফটিক ট্যাংকির ভিতরে ফেলে দেয়।