
ফেনীতে দুটো সিএনজিতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ফেনী এসএসকে রোডের ইসলামপুর রোডের মাথায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দাড়িয়ে থাকা দুটো সিএনজিতে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিএনজি দুটো থানায় নিয়ে যায়। এর আগে ইসলামপুর রোডে অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। ইসলাম পুর রোড দাঁড়িয়ে থাকা ২০ টি ট্রাক, পিকাপ গাড়ি ভাঙচুর করা হয়। ফেনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করে সদর মডেল থানায় স্থানান্তর করা হয়েছে।