Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে লাঙলের পক্ষে ভোট চাইলেন নৌকা প্রার্থী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে লাঙলের পক্ষে ভোট চাইলেন নৌকা প্রার্থী

December 22, 2023 07:32:14 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে লাঙলের পক্ষে ভোট চাইলেন নৌকা প্রার্থী

ফেনী সংবাদদাতা:
ফেনী-৩ দাগনভূইয়া সোনাগাজী আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল( অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে ফেনীর দাগনভূইয়ায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় এ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

বক্তব্য রাখেন প্রার্থী  মাসুদ উদ্দিন চৌধুরী এমপি ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপ্টন সহ আরো অনেকে। সভায় সভাপতিত্ব করেন দাগনভূইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন।

মতবিনিময় সভায় আগামী নির্বাচনে সমস্ত ভেদাভেদ ভুলে  মাসুদ উদ্দিন চৌধুরীকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত করার জন্য আহবান জানানো হয়।

নিজাম হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ফেনী-৩ আসনে নৌকার আদলে লাঙ্গল রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীদের অনুরোধ জানান। আরো বলেন ফেনী-৩ নৌকার বদলে লাঙল।