Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ফার্স্ট ক্লাস পেয়ে ছাত্রনেতা রিয়াজ খানের আইনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফার্স্ট ক্লাস পেয়ে ছাত্রনেতা রিয়াজ খানের আইনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন

January 28, 2025 01:47:25 PM   অনলাইন ডেস্ক
ফার্স্ট ক্লাস পেয়ে ছাত্রনেতা রিয়াজ খানের আইনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন

ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট মো. রিয়াজ খান অরণ্য। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পেয়ে এলএল.এম ডিগ্রি অর্জন করেন তিনি।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) মিরপুর-১৪ এ পিএসসি কনভেনশন হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এলএল.এম ডিগ্রী সার্টিফিকেট গ্রহণ করেন তিনি।

জানা যায়, রিয়াজ খান অরণ্য ২০০৫ সালে এসএসসি, ২০০৭ সালে এইচএসসি, ২০১১ সালে (অনার্স) ও ২০১২ সালে মাস্টার্স (মার্কেটিং ডিপার্টমেন্ট) ডিগ্রী অর্জন করেন। পরে ২০১৮ সালে ঐতিহ্যবাহী ঢাকা ‘ল’ কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন।

রাজনৈতিক জীবনে রিয়াজ খান অরণ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। ছাত্র রাজনীতিতে থাকার সময় তিনি জেল-জুলুমের শিকার হয়েছেন। তিনি ইউনিয়ন, উপজেলা পর্যায়ে, কলেজ শাখা এবং ঢাকা মহানগরে একাধিকবার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন। সৎ, মার্জিত এবং স্পষ্টভাষী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে পরিচিত এই ছাত্রনেতা সর্বশেষ তিনি ঢাকা মহানগর পূর্ব শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।