Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন

January 13, 2025 07:05:25 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে বিজ্ঞান ও তারুণ্য মেলার উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা ও তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল প্রমুখ।

উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৭টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনমূলক প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। মেলাটি তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।