
ভূমিকম্পে কুমিল্লায় এক পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছে। সকাল ৯.৩৪ মিনিটে পুরো দেশে ৫.৫ মাএায় ভূমিকম্প অনুভূতি হয়। যাহার উৎপত্তিস্থল ছিল লক্ষীপুরের রামগঞ্জে।
ভূমিকম্পে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুমিল্লা চৌদ্দগ্রামে একটি পোশাক কারখানায় ভূমিকম্প অনুভূত হলে কর্মরত শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে তখন তাড়াহুড়ো করে বের হতে গেলে অনেকে গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, আহতদের সেবায় আমাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা দুই শতাধিক হতে পারে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।