Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রবি মৌসুমে কৃষদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রবি মৌসুমে কৃষদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

December 14, 2023 09:55:29 AM   জেলা প্রতিনিধি
রবি মৌসুমে কৃষদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি:
সারাদেশের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ০৭/১১/২৩ (বৃহস্পতিবার) ইং তারিখে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিস কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি'র সভাপতিত্বে, তেতুলিয়া উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জীবন ইসলাম, উপ সহকারী সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণের উপস্থিতিতে সার ও বীজ বিতরণ উদ্বোধন হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মোজাফ্ফর হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।

জানা যায়, ইতিমধ্যে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে এবং হাইব্রিড ধান, উফশি ধান বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চীনাবাদাম, মুগডাল বিতরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।