
শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন।
তিনি বলেন, মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেসব বিষয়ে প্রাধান্য দিতে হবে তার মধ্যে মাদক বহনকারী, ব্যবসায়ী, ব্যবহারকারী এবং বিক্রেতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা অন্যতম। তাদের সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে।
যানজটের বিষয়ে তিনি বলেন, যারা যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখে অথবা সড়কে দীর্ঘক্ষণ অবস্থান করে, তাদের পুনর্বাসনের চেষ্টা করতে হবে। আমরা হুট করে কাউকে সরিয়ে দিলে হবে না। সবারই উচিত, নিজ নিজ স্থান থেকে সঠিক বিচার নিশ্চিত করা।
শিক্ষাঙ্গনে শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরে যেতে হবে এবং নিয়মিত ক্লাস করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে কোনো বিভেদ থাকলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে সেটা ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরে যেতে হবে। সেটা শেষ করে তারা যে যার পছন্দমতো পেশা বেছে নেবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম, পৌর বিএনপির সভাপতি শেখ মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির নুরুল ইসলাম, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় মাদক, বনজমি বেদখল, যানজট, সাম্প্রতিক কালে চুরি-ডাকাতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনজীবনে অস্বস্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।