Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / স্মার্ট কার্ড সংগ্রহ করতে লাগছে টোকেন ফ্রি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্মার্ট কার্ড সংগ্রহ করতে লাগছে টোকেন ফ্রি

December 04, 2024 11:56:13 AM   নিজস্ব প্রতিনিধি
স্মার্ট কার্ড সংগ্রহ করতে লাগছে টোকেন ফ্রি

বিনামূল্যে স্মার্ট কার্ড সংগ্রহ করার কথা থাকলেও লাগছে টোকেন ফ্রি, ২০ টাকা দিয়ে নিতে হয় টুকেন,  তার পরই মিলছে স্মার্ট কার্ড যদিও উপজেলা প্রশাসন বিনা মুল্যে দিচ্ছে এ সেবা বলছিলা ময়মনসিংহের মুক্তাগাছায় ঘটনা।

সোমবার সকাল থেকেই শুরু হয় উপজেলার ১টি পৌরসভা, ১০টি ইউনিয়নসহ পর্যায়ক্রমে উপজেলাধীন পৌর এলাকায় ৮ম দিনের জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষ হলো।

এদিকে সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই কার্ড সংগ্রহ কারীদের ভীর লেগেই আছে তবে কিছুটা বিরম্বনার সৃষ্টি হয় উটতি বয়সী কিছু যুবক কারণে যারা টুকেন বের করে দেওয়ার কথা বলে জন প্রতি ২০ টাকা করে নিচ্ছেন।

তাদের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক দের বাধা দেয় তারা। কেন তারা টাকা নিচ্ছে তা জানতে চাইলে ক্যামেরায় কথা বলবেন না বলেও মন্তব্য তাদের ।

সেবা গ্রহণ করতে আসা বাসিন্দারা জানান প্রবেশ পথেই তাদের অবস্থান এবং টুকেন সংগ্রহের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন তারা।সেই সাথে নিচ্ছেন ২০ টাকা এবং তার সাথে লেমোনেটিং ফটোকপি ইত্যাদির নামে অধিক ক্লাবে পণ্য বিক্রি করছেন।

এসময় ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহীদ স্মৃতি সরকারি কলেজর সাবেক ভিপি আকরাম আলী ভুলু বলেন স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তারা অবস্থান করেছেন এবং আগামীতেও তা অব্যহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ শারমিন সুলতানা জানান এ ধরনের কাজকে তারা কখনওই প্রশ্রোয় দেন না, এমনটা হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন, এমনকি জড়িতদের শোকজ করারও কথাও জানান তিনি।

এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে ২৫ নভেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত।

নির্বাচন কমিশন থেকে উপজেলায় ৩০ জনের একটি টেকনিক্যাল টিম ১০ দিন পৌরএলাকায় এবং ৮২ দিন মোট ৯২ দিনে ১০টি ইউনিয়নে নিদিষ্ট কেন্দ্রে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে কাজ অব্যাহত থাকবে।