Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে সালথায় র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে সালথায় র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

September 08, 2023 04:52:25 PM   উপজেলা প্রতিনিধি
আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে সালথায় র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
“প‌রিবর্তনশীল ও শা‌ন্তিপূর্ণ সমাজ গঠ‌নে সাক্ষরতার প্রসার” -এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় আন্তার্জা‌তিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে শুক্রবার (৮ সে‌প্টেম্বর) বেলা ১০টায় উপ‌জেলা প‌রিষদ চত্ত্বর থে‌কে এক‌টি র‌্যা‌লি বের করা হয়। র‌্যা‌লি‌টি উপ‌জেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত‌রে এ‌সে শেষ হয়। এরপর উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আ‌নিছুর রহমান বালী এর সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মোঃ আ‌তিকুর রহমান, উপ-সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, আটঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শ‌হিদুল হাাসন খান (সোহাগ), গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ হা‌বিবুর রহমান লাবলু, বীর মু‌ক্তি‌যোদ্ধা বেলা‌য়েত হো‌সেন, উপ‌জেলা প্রোগ্রাম ম্যানেজার আঃ হা‌লিম মিয়া, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি মাইনুল ইসলাম প্রমূখ। আ‌লোচনা সভাটি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ জা‌হিদুর রহমান।

আ‌লোচনা সভায় বক্তারা সাক্ষরতা ও শিক্ষা ক্ষে‌ত্রে বর্তমান সরকা‌রের উন্নয়নমূলক বি‌ভিন্ন কর্মকান্ড নি‌য়ে আ‌লোচনা ক‌রেন পাশাপা‌শি উপ‌জেলায় সাক্ষরতা হার বাড়া‌তে সং‌শ্লিষ্ট সবাই‌কে ধন‌্যবাদ জানি‌য়ে এই প্রচেষ্টা অব‌্যাহত রাখার কথা ব‌লেন।