
আনোয়ার হোসেন:
ফেনী-১২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, দীর্ঘদিন আপনাদের সেবক হিসেবে ছিলাম এমপি বা মেয়র হিসেবে নয়। ভাই হিসেবে ছিলাম। নির্বাচিত হলে আবারও আপনাদের সেবা করবো। ফেনীর উন্নয়ন করবো আপনাদের পাশে থাকবো।
সোমবার ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন। এদিন ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতায় কানায় কানায় পুর্ণ হয়ে যায় পুরো মাঠ।
নিজাম হাজারী আরো বলেন, ৭ জানুয়ারি আপনার ভোট দিতে আসবেন যাকে মন চায় তাকে ভোট দিবেন। জাল ভোটে এমপি হতে চাইনা। আমাকে যোগ্য মনে করলে আপনারা ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
ফেনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর মেয়র স্বপন মিয়াজীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক করিম উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম প্রমুখ।