
ভারতের আসামের গহপুরে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। একসঙ্গে জীবন শেষ করেছেন এক প্রেমিক যুগল। রোববার (১৮ মে) সকালে গহপুর কুকুরজানের বন বিভাগের অফিসের সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের দেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, চেঙাই গ্রামের হেমন্ত মহানন্দ ও তার প্রেমিকা।
জানা গেছে, এক সপ্তাহ আগে হেমন্তের পরিবার তার জন্য অন্য এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক করে। এরপর শনিবার (১৭ মে) রাতে হেমন্ত তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলেও পরদিন সকালে তাদের দেহ একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পৌঁছে গহপুরের পুলিশ উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্ক পূর্ণতা না পাওয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।