Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ইয়াবাসহ কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইয়াবাসহ কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী আটক

December 19, 2023 05:54:12 PM   জেলা প্রতিনিধি
ইয়াবাসহ কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী আটক

গাজীপুর সংবাদদাতা:
তিনশ পিস ইয়াবাসহ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের আটক করেছে ‍পুলিশ। সোমবার দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাঁকে তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করেন। ইয়াবাসহ গ্রেফতার সাইফুল ইসলাম (৫৯) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী। 

কারাগার কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুরে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম কারাগারে ভিতরে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে। তল্লাশি সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পান। তাকে আটকের পর গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সুপার সুব্রত কুমার বালা জানান, নিয়ম অনুযায়ী কারাগারের ভেতরে প্রবেশের সময় সাইফুল ইসলামকে অন্য কারারক্ষীরা তল্লাশির একপর্যায়ে ইনিফর্মের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করে। পরে উদ্ধারকৃত মাদকসহ প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, মাদকসহ গ্রেফতার সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।