Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

March 16, 2023 01:05:29 AM   দেশজুড়ে ডেস্ক
কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং নির্মুল ও সহিংসতা এড়ানোসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোনীতা দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ, শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান প্রমুখ।

ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মাদকসেবনকারী ও বিক্রয়কারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক জুয়া ও যে কোন সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।