Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান

October 20, 2024 07:58:25 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
সারাদেশের মতো রংপুরের কাউনিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে প্রধান উপদেষ্টা (অন্তর্বর্তীকালীন সরকার) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

গত (২০ অক্টোবর) রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কাউনিয়া কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহ্মেদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম এবং উপজেলার ৬ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্যগণ।

স্মারক লিপিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, আয়ের সনদ, ব্যবসা, পেশা ও বৃত্তির লাইসেন্স প্রদানসহ গুরুত্বপূর্ণ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্য সম্পন্ন করেন। জনপ্রতিনিধিরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী নির্বাচন ও বিতরণ কার্যক্রমও বাস্তবায়ন করে থাকেন।

এছাড়া, ইউনিয়ন পরিষদে বিচারিক কাঠামো গ্রাম আদালত থাকায় গ্রামের সাধারণ মানুষের ফৌজদারী ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করতে সুবিধা হয়। ইউপি সদস্যদের অপসারণ হলে এসব কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল মজিদ বলেন, “আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করা হতে পারে। ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ নাগরিকত্ব, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ সরকারের নানা উন্নয়ন কর্মসূচী ও গ্রাম আদালত পরিচালনা করে থাকি। এ কারণে জনপ্রতিনিধিদের হয়রানি মূলকভাবে গ্রেফতার ও অপসারণ না করার দাবি জানাচ্ছি।”