Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে আগুনে পুড়ে ছাগলের খামার ভস্মীভূত, ২৬টি ছাগল পুড়ে ছাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে আগুনে পুড়ে ছাগলের খামার ভস্মীভূত, ২৬টি ছাগল পুড়ে ছাই

January 03, 2024 10:14:42 AM   জেলা প্রতিনিধি
কালিয়াকৈরে আগুনে পুড়ে ছাগলের খামার ভস্মীভূত, ২৬টি ছাগল পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে সোমবার গভীর রাতে আগুন লেগে এক ছাগল খামারির ২৬ টি ছাগল পুড়ে ছাই হয়েছে।ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার চৌধুরীটেক এলাকায় মহর মন্ডলের বাড়িতে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে,উপজেলার চৌধুরীরটেক এলাকার মহরআলী তার বাড়িতে টিনের সেড তৈরি করে সেখানে ৩০ টি ছাগল লালন পালন করছেন। গত সোমবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে পুরো টিনের ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ৩০টি ছাগলের মধ্যে ২৬ টি ছাগল ও টিনের সেডটি পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ছাগলগুলোর মালিক মহরআলী জানান, অগ্নিকান্ডে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।