Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

September 09, 2023 08:27:16 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। শুক্রবার সকাল ৯টার দিকে ওই প্রেমিকের বাড়িতে  অনশন করতে থাকে। ওই প্রেমিকা হলো, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালবেথ গ্রামের এক অষ্টাদশী মেয়ে। প্রেমিক হলো জাথালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক (২১)।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক গত এক বছর আগে স্থানীয় আলাল সিকদার উচ্চ বিদ্যালয় পুড়োয়া ও শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার রাস্তায় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরে আশিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এ সুযোগে আশিক ওই মেয়েকে বেড়ানোর কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তুলে। মেয়েটিকে  ওই প্রেমিক আশিককে বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলে যান। পরে মেয়েটিকে ওই প্রেমিকার বাড়িতে গিয়ে অবস্থান করে। এ সময় আশিকের অভিভাবকরা নির্যাতন করে বাড়ি থেকে সরানোর চেষ্টা করে।

ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, প্রেমের সম্পর্ক ঘুরে ওই মেয়ের সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে। বিষয়টি খুব দুঃখজনক।  পরে এলাকার  মাতব্বরগণ এ বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করে।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) সোহেল মোল্লা জানান, ঘটনাটি প্রেম গঠিত । তবে মেয়ের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।