
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ জলবায়ু কর্ম প্রতিযোগিতা, যেখানে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা। আজ শনিবার এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল নুরেন ইউসুফের উদ্ভাবন, যা সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউসুফ একটি এমন মোটরসাইকেল তৈরি করেছে, যা হেলমেট ছাড়া চালু করা সম্ভব নয়। তার এই উদ্ভাবন সড়ক দুর্ঘটনা কমিয়ে প্রাণহানি রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল "জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারুণ্যের সম্পৃক্ততাই পারে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ করতে," যা আয়োজক জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (জিইআইএসটি) একটি প্রশংসনীয় উদ্যোগ।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মোহাম্মদ মাহমুদ ইকবাল মিঠু, মুনতাসিরা নাবিলা ও সাইফ আল শামসের তৈরি বর্জ্য ও ধোঁয়া পরিশোধন প্রকল্প বেশ নজর কাড়ে। তাদের উদ্ভাবন পরিবেশ দূষণ রোধে কার্যকরী সমাধান হিসেবে বিবেচিত হয়েছে।
দিনব্যাপী আয়োজনে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে, যার মধ্যে চিত্রাঙ্কন, দেয়ালিকা, বিজ্ঞান প্রকল্প, উপস্থাপনা ও অলিম্পিয়াড উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম। রংপুর বিভাগীয় রাউন্ডের কো-অর্ডিনেটর ও ইংরেজি বিভাগের প্রভাষক সোহেল রানা স্বাগত বক্তব্য দেন। এছাড়া জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব কুমার দেবও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।