Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / খানসামা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খানসামা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি!

October 20, 2024 07:51:50 PM   উপজেলা প্রতিনিধি
খানসামা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি!

খানসামা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর জেলার খানসামা উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে আজ দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটে পরিবর্তন আনা হলেও খানসামা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দুই মাস পরেও শেখ হাসিনার ছবি বহাল রয়েছে। এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে খানসামা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে এখনো বহাল তবিয়তে রয়েছে শেখ হাসিনার ছবি। এছাড়াও, ওয়েবসাইটের অনেক তথ্যই পুরোনো এবং নোটিশ বোর্ডে সর্বশেষ তথ্য গত বছরের।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাকিল খান নিরব বলেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা অনেক জায়গায় রয়ে গেছে। খানসামা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সমাজকর্মী ও সংগঠক নাঈম হাসান বলেন, ওই কর্মকর্তার এমন উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।