
আশিকুর রহমান, গাজীপুর:
স্ত্রীকে শ্লীলতাহানির জের ধরে খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যা করে ওই নারীর স্বামী লিয়াকত আলী। গত ৮ ডিসেম্বর গাজীপুরে কালিয়াকৈর থানা এলাকায় এ হত্যাকান্ড সংঘটিত হয়। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২৪ ঘন্টার ব্যবধানে কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) সাব্বির রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১১ ডিসেম্বর টাঙ্গাইলের সদর উপজেলার সুরুজপুর এলাকা থেকে হত্যাকারীকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের পর আসামির তথ্য মতে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার আজুলিয়াপাড়া গ্রামের শামসুল মন্ডলের ছেলে লিয়াকত আলী(৩৫)। কালিয়াকৈর থানার ওসি তদন্ত সাব্বির রহমান জানান, আসামি লিয়াকত আলীর স্ত্রীকে প্রায় ১ মাস আগে একা পেয়ে শ্লীলতাহানী করেন খলিলুর রহমান। এ শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করেই লিয়াকত আলীর হাতে খুন হন খলিলুর রহমান। তিনি আরো জানান, আসামি লিয়াকত আলী খুনের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দেন।