Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সংগঠন সংবাদ / পাবনায় হেযবুত তওহীদরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনায় হেযবুত তওহীদরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

October 05, 2022 11:43:32 PM   নিজস্ব প্রতিনিধি
পাবনায় হেযবুত তওহীদরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
পাবনা সদরে গত মঙ্গলবার বিকালে হেযবুত তওহীদ পাবনা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: সেলিম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হেযবুত তাওহীদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শফিকুল আলম উখবা। এ সময় বক্তারা তাদের আলোচনাতে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সুখী শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান। মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী জাতি গঠন করতে পারি তাহলে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সক্ষম হব। এজন্য আমাদের ঐ ক্য রক্ষার্থে হানাহানির রাজনীতি ধর্মীয় বিভেদ দূর করে রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য হেযবুত তওহীদের সদস্যদের প্রতি আহ্বান জানান এবং দেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকার জন্য আন্দোলনের ভাই-বোনদেরকে আহ্বান জানান । 

20221004_160645859.jpg c

অনুষ্ঠানে আগত নতুন সদস্যদের প্রতি বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো: মেজবাউল ইসলাম। জাতির কল্যানে নতুনদের আরও অগ্রনী ভূমিকা পালনের জন্য তিনি নির্দেশ দেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা সাধারন সম্পাদক মো: মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: রমজান আলী, গনমাধ্যম বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, নারী বিষয়ক সম্পাদক মোসা: সেলিনা খাতুন, রাজনৈতিক বিষয়ক সম্পাদক নূর আসমা মিথিলা, নাটোর জেলা সভাপতি মো: সাকিব আহমেদ প্রমুখ।