Date: April 29, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সংগঠন সংবাদ / ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

June 19, 2023 01:27:45 PM   বিশেষ প্রতিবেদক
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুল হক বাদল:
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে শনিবার সকাল ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের জাগতে হবে, জাগাতে হবে’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আত্মাহীন জড়বাদী সভ্যতা মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছে। একটি রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে মানবজাতি তাদের সময় পাড় করছে। দেশীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি অঙ্গনে অন্যায় ও অসত্যের জয়জয়কার। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হেযবুত তওহীদ মানুষের সামনে তুলে ধরছে বলে মন্তব্য করেন হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বর্তমান যে আত্মাহীন বস্তুবাদী সভ্যতা মানবজাতিকে নিয়ন্ত্রণ করছে, তার পরিবর্তে আল্লাহর দেয়া সঠিক আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। স্রষ্টাপ্রদত্ত সেই সঠিক আদর্শই মানুষের সামনে তুলে ধরছে হেযবুত তওহীদ।
হেযবুত তওহীদের এমাম আরো বলেন, ইসলাম কখনো নারীর অধিকারকে অস্বীকার করে না। ইসলাম নারীকে সমাজের প্রতিটি অঙ্গনে নিজ নিজ যোগ্যতা অনুসারে অবদান রাখার সুযোগ দিয়েছে। ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে ঘরে বন্দি করে রাখার যে প্রবণতা, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি। হেযবুত তওহীদের এমাম বলেন, ধর্মব্যবসায়ী একটি শ্রেণি ফতোয়ার বেড়াজালে নারীদেরকে বন্দি করে রাখত চায়। অন্যদিকে পশ্চিমা ভোগবাদী জীবনদর্শন চায় নারীদেরকে ভোগ্যবস্তু ও প্রদর্শনীর পণ্য হিসেবে উপস্থাপন করতে। এর কোনোটাই নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে পারে নি। সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরতে উপস্থিত সকল নারী নেত্রীদের প্রতি আহ্বান জানান হেযবুত তওহীদের এমাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রূফায়দাহ পন্নী বলেন, হেযবুত তওহীদের নারীরা সারাদেশে ইসলামের সঠিক আদর্শ মানুষের সামনে তুলে ধরে যাচ্ছে। এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে ধর্মব্যবসায়ী একটি মহল। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে হেযবুত তওহীদের নারীরা তাদের আক্রমণের শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি এসব হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের প্রতিটি ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচার দাবি করেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের মুখপাত্র ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, নারী মুক্তি আন্দোলনের অগ্রপথিক লেখক ও গবেষক মমতাজ লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের অধ্যাপক তামান্না রহমান, একুশ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত সংগ্রামী নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা মেহেরুন নেছা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার সোসাইটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গীতিকার আলী আশরাফ আখন্দ, হেযবুত তওহীদের কেন্দ্রীয় তথ্যবিভাগের প্রধান, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, কেন্দ্রীয় নারী বিষয়ক উপকমিটির সদস্য আয়েশা সিদ্দিকা, তাসলিমা ইসলাম ও ইলা ইয়াসমিন, দৈনিক দেশেরপত্রের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানস্থলে প্রজেক্টরের মাধ্যমে হেযবুত তওহীদের নারীদের কার্যক্রম ও হেযবুত তওহীদের উদ্যোগে দেশজুড়ে বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত করেন হেযবুত তওহীদের রমনা শাখার মোজাহেদা সানজিদা আক্তার সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আদিবা ইসলাম ও নাজমুন নাহার বিথি। অনুষ্ঠানে মাটি মিউজিকের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।